বৃষ্টির আশঙ্কাকে সঙ্গী করেই উৎসবমুখরতায় শামিল হয়েছেন মানুষ। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর বোধন অর্থাৎ ষষ্ঠীর দিন আবহাওয়া কেমন থাকবে, তা জানতে কৌতূহলী সকলেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল দিয়ে স্থলভাবে ঢোকার পর আরও দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। দুর্বলতর হয়ে সেটি ক্রমশ ছত্তীসগঢ়ের দিকে সরে গিয়েছে। তবে রবিবার বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। ষষ্ঠীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা ছাড়াও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টা ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়়ো হাওয়া বইতে পারে।
তবে স্বস্তির খবরও রয়েছে। হাওয়া অফিস সোমবার, অর্থাৎ সপ্তমীর কলকাতায় বৃষ্টির জন্য কোনও সতর্কতা জারি করেনি। শুধু কলকাতা নয়, সোমবার হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস নেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও।
আরও পড়ুন:
তবে স্বস্তির সঙ্গে শঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর দিন তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। ফলে নবমীর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিনও।
রবিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে আকাশে কালো মেঘের আনাগোনা বাড়তে পারে। সাময়িক ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে শহরে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি।
রবিবার উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু এলাকায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। নবমী এবং দশমীর দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।