Advertisement
E-Paper

‘বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত হচ্ছে, প্রতিরোধ করব!’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, না জানিয়ে পুজোয় জল ছেড়েছে ডিভিসি

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে দুর্গোৎসব শেষ করতে না-দিয়ে, রাজ্যকে কোনও আগাম বার্তা না-পাঠিয়ে ডিভিসি কর্তৃপক্ষ ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৫
West Bengal CM Mamata Banerjee blames DVC Assembly about the flood situation in the state

মুখ্যমন্ত্রীর সমাজমাধ্যম পোস্ট। ছবি: সংগৃহীত।

ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুজোর মরসুমে রাজ্য সরকারকে কিছু না-জানিয়ে একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ফলে বাংলার কয়েক লক্ষ মানুষ ‘তাৎক্ষণিক বিপদের মধ্যে’ পড়েছেন।

সমাজমাধ্যমে একটি পোস্টে শুক্রবার মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনও আগাম বার্তা না-দিয়ে ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন।’ এর পরেই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘অবহিত না-করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে। অশুভের উপর জয়লাভ করবে শুভ।’ সমাজমাধ্যমের ওই পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয় মা দুর্গা’!

প্রসঙ্গত, চলতি বছরের বর্ষার মরসুমে রাজ্যের বন্যা পরিস্থিতিকে মনুষ্যকৃত বা ‘ম্যান মেড’ বলেও দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার সরাসরি চক্রান্তের অভিযোগ তুললেন তিনি।

CM Mamata Banerjee DVC Flood Situation In Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy