Advertisement
২১ মে ২০২৪
Indonesia

বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘অপরাধে’ ২৬ ঘা চাবুক!

ইন্দোনেশিয়ায় আচেহ-ই একমাত্র জায়গা যেখানে জুয়া, মদ বা সমকামে জড়িত থাকলে শাস্তি পেতে হয়। আর কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখেন তাঁর কী করুণ পরিস্থিতি হতে পারে, সম্প্রতি একটি ঘটনায় সেটাই দেখল গোটা বিশ্ব। আচেহ প্রদেশের এক মহিলাকে নির্মমভাবে প্রকাশ্যে ২৬ ঘা বেত মারা হল।

২৬ ঘা চাবুক!

২৬ ঘা চাবুক!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৯
Share: Save:

ইন্দোনেশিয়ায় আচেহ-ই একমাত্র জায়গা যেখানে জুয়া, মদ বা সমকামে জড়িত থাকলে শাস্তি পেতে হয়। আর কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখেন তাঁর কী করুণ পরিস্থিতি হতে পারে, সম্প্রতি একটি ঘটনায় সেটাই দেখল গোটা বিশ্ব। আচেহ প্রদেশের এক মহিলাকে নির্মমভাবে প্রকাশ্যে ২৬ ঘা বেত মারা হল। কোনও খাপ পঞ্চায়েতের নিদান নয়। শাস্তি দিল সেখানকার খোদ প্রশাসনই। কসুর কী? মহিলাটি বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম করছেন অন্য পুরুষের সঙ্গে। ওখানকার আইন অনুযায়ী, ‘অভিযুক্ত’ ওই পুরুষ এবং মহিলা দুইজনকেই কড়া শাস্তি পেতে হবে।

শাস্তি হিসাবে ২৬ ঘা বেত। ছবি-ইপিএ

আচেহ প্রদেশের একটি মসজিদের সামনে পাবলিক স্টেজ তৈরি করে দুই জনকে নিয়ে আসা হয়। তারপর তাঁদের নিজের মুখে স্বীকার করিয়ে নেওয়া হয় যে তাঁরা ‘অপরাধ’ করেছেন। এই ধরনের শাস্তি দেওয়ার ক্ষেত্রে পুলিস, প্রশাসনকেও সাক্ষী রাখা হয়েছে। এরপর একটি লোক সারা শরীরে কালো কাপড় ঢেকে বেতের চাবুক দিয়ে মারতে থাকে অভিযুক্তদের। গুনে গুনে ২৬ ঘা চাবুক মারেন ওই লোকটি। কান্নায় ভেঙে পড়েন মহিলা। কিন্তু কালো কাপড়ধারী লোকটির নিষ্ঠুর হাত থেমে যায় নি। মহিলাটির শাস্তি দেওয়ার পর ‘অভিযুক্ত’ পুরুষটিকে একই ভাবে শাস্তি দেওয়া হয়।

পুরুষ সঙ্গীকেও একই শাস্তি। ছবি-ইপিএ

২০০১ সালে আচেহতে ‘শরিয়তি আইন’-এর নামে জুয়া, মদ কিংবা সমকামে জড়িত থাকাকে শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়। গত বছর আচেহ-র রাজধানীতে রাত ১১টার পর বিনোদনমূলক জায়গায় ‘বৈধ’ পুরুষ সঙ্গী ছাড়া কোনও মেয়ের প্রবেশ নিষিদ্ধ করে সেখানকার প্রশাসন। এমনকী বিয়ে হয়নি এমন ছেলে-মেয়েদের একসঙ্গে বাইক চড়াও নিষিদ্ধ রয়েছে সেখানে।

আরও পড়ুন- ‘খাবার ছাড়া, জল ছাড়া...’ ট্রাম্প এই শিশুর প্রশ্নের উত্তর দেবেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islamic Sharia law Aceh Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE