Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mass Shooting

সাত সহকর্মীকে গুলি করে খুন প্রবাসী খামারকর্মীর

সোমবার সান ফ্রান্সিসকোর কাছে হাই মুন বে শহরের মাশরুম তৈরির খামারে নিজের সহকর্মীদের খুন করেছিলেন ৬৬ বছর বয়সি চুনলি জাও।

চুনলির গাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে রয়টার্স সূত্রের খবর।

চুনলির গাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে রয়টার্স সূত্রের খবর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০৮:৫০
Share: Save:

সাত সহকর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক প্রবাসী খামারকর্মীর বিরুদ্ধে। সোমবার সান ফ্রান্সিসকোর কাছে হাই মুন বে শহরের মাশরুম তৈরির খামারে নিজের সহকর্মীদের খুন করেছেন ৬৬ বছর বয়সি চুনলি জাও। খুনের দায়ে অভিযুক্ত চুনলিকে বুধবার আদালতে পেশ করা হয়েছে।

রয়টার্স সূত্রের খবর, আমেরিকার প্রবাসী হলেও চুনলি মূলত চিনের বাসিন্দা। দশ বছর ধরে আমেরিকায় রয়েছেন তিনি। এই মামলার শুনানির সময় এক জন মান্ডারিন ভাষার অনুবাদকও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

শুনানির পর ডিসট্রিক্ট অ্যাটর্নি সাংবাদিককের জানান, চুনলি আইনি পদ্ধতি মেনে আমেরিকায় প্রবেশ করেছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে, চুনলির গাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে রয়টার্স সূত্রের খবর। কিন্তু ওই কাগজে কী লেখা রয়েছে তা অ্যাটর্নির তরফে জানানো হয়নি। ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তত দিন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন চুনলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mass Shooting California
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE