আমেরিকার শিকাগো থেকে বিমান যাচ্ছিল আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে। কোভিডবিধি মেনে উড়ানের আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় ফের তাঁর পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর তড়িঘড়ি তিনি গেলেন বিমানের শৌচাগারে! সাময়িক নিভৃতবাসে!
মারিসা ফোটিও নামে ওই মহিলা সুইৎজারল্যান্ডে তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে সওয়ার হওয়ার কথা ছিল তাঁর। মারিসা জানিয়েছেন, তাঁর দু’টি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গিয়েছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি-পিসিআর এবং পাঁচ বার ‘র্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে।