প্যাকেজ ডেলিভারি দিতে গিয়ে এক মহিলাকে অদ্ভুত কাজ করতে হল। আর সেই গোটা ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। পরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর ওই মহিলাকে এমন কাজ করাতে হওয়ার জন্য অ্যামাজনের কাছে ক্ষমা চাইলেন ওই ক্রেতা। যদিও ভুলটা তাঁর ছিল না।
আমেরিকার ডেলাওয়ারের বাসিন্দা লিন ডেবোরা স্ট্যাফিয়েরি নামে এক মহিলা সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে একটি ভিডিয়ো ও একটি স্ক্রিন শট রয়েছে। ভিডিয়োটি একটি বাড়ির দরজার আই-হোলের মধ্যে দিয়ে বা একটু নীচে লাগানো কোনও নজরদারি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা হাতে একটি বড় পার্সেল নিয়ে এগিয়ে আসছেন দরজার দিকে। মুখে মাস্ক, হাতে গ্লাভস। পার্সেলটি সামনে রেখে তিন বার টোকা দেন দরজায়, তারপর জোরে ‘আবরা কা ডাবরা’ চিৎকার করে ছুটে ডেলিভারি ভ্যানের দিকে পালিয়ে যান।