ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি, বিশেষ করে ইনফ্লুয়েন্সারদের, যেমন দেখায় তা যে সব সময় তেমন দেখতে হয় না, তা প্রায় সবাই জানেন। আসলে সেই সব ছবিকে কেমন ভাবে সামনে আনা হয় তা তুলে ধরলেন এক ইনস্টগ্রাম ইনফ্লুয়েন্সার। তিনি তাঁর সুন্দর করে তোলা ছবি এবং ‘কারসাজি’ ছাড়া ক্যামেরাবন্দি ছবি পাশাপাশি পোস্ট করলেন। একটি নয় একাধিক এমন ছবি রয়েছে তাঁর ইনস্টা হ্যান্ডলে।
নেদারল্যান্ডসের আমস্টারডামের বাসিন্দা রিয়ান মেইজার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় সাত লাখ। নিয়মিত তাঁর এবং প্রিয়জনদের ছবি পোস্ট করেন। সুন্দর সুন্দর সেই ছবিতে লাইক, কমেন্টের সংখ্যাও কম হয় না। সেই ছবির পাশাপাশি তিনি দেখিয়েছেন, লাইট, ক্যামেরা, এডিটিংয়ের সাহায্য ছাড়া যদি ছবিগুলি তুলে পোস্ট করা হত তবে কেমন দেখাত।
বছর ছাব্বিশের রিয়ানের এমন অনেক পোস্ট রয়েছে যেখানে এক দিকে দেখা যাচ্ছে, টান টান চেহারা, সাজানো গোছানো চুল, পোশাক সব কিছু যেন নিখুঁত, পরিপাটি। আর তার পাশেই দেখা যাচ্ছে, সাধারণ ভাবে তোলা তাঁরই কিছু ছবি। যেগুলিকে দেখলে আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই লাগছে।