হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে গোটা দেশ জুড়ে ঝড় উঠেছিল দিন কয়েক আগেই। তার রেশ কাটতে না কাটতেই ফের বড় বিপদের ইঙ্গিত। এবার হোয়াটসঅ্যাপে এমপি৪ ভিডিয়ো ফাইল ডাউনলোড করলেও হ্যাকারের কবলে পড়তে পারে গ্রাহক। চুরি হতে পারে তাঁর ব্যক্তিগত তথ্যও।
এমন তথ্য দিচ্ছে খোদ ফেসবুকই। ফেসবুকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘‘স্ট্যাক বাফার ওভার ফ্লো পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে বিশেষ ভাবে বানানো এমপি-৪ ভিডিয়ো ফাইল।’’ আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এই ফাইলটিই। ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম এই সমস্যাকে ‘মারাত্মক সমস্যা’ (Severe Problem)-এর তালিকাভুক্তও করেছে।
বিশেষজ্ঞরা বলছেন এই এমপি-৪ ফাইলটির বৈশিষ্ট অনেকটা ইজরায়েলি ম্যালওয়্যার পেগাসাসের মতোই। এর নাম সিভিই-২০১৯-১১৯৩১। এ ক্ষেত্রেও গ্রাহক কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটির থেকে একটি মেসেজ পাবেন। তাতে ক্লিক করলেই মোবাইলে চালান হবে ম্যালওয়ার। এর মাধ্যমে গ্রাহকের গতিবিধি লক্ষ্য করা, ফাইল হাতিয়ে নেওয়ার মতো কাজ অনায়াসে করতে পারবে একজন হ্যাকার।