Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bilawal Bhutto Zardari

মোদীর উদ্দেশে কুকথা বলায় মাথার দাম ২ কোটি টাকা! সীমা পার করেছে, বললেন বিলাবল

রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুজরাতের কসাই’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। মঙ্গলবার এ নিয়ে আবার মুখ খুললেন তিনি।

বিজেপি সরকারের বিরুদ্ধে আবার আক্রমণ শানালেন বিলাবল ভুট্টো।

বিজেপি সরকারের বিরুদ্ধে আবার আক্রমণ শানালেন বিলাবল ভুট্টো। ছবি এএফপি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭
Share: Save:

রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুজরাতের কসাই’ বলে মন্তব্য করে বেনজির আক্রমণ করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছেন বিজেপি নেতারা। বিলাবলের মাথার দাম ২ কোটি টাকা ঘোষণা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা মনুপাল বনসল। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আবার সরব হলেন বিলাবল। বললেন, ‘‘সীমা ছাড়িয়ে গিয়েছে।’’

মঙ্গলবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাবল এই প্রসঙ্গে বলেন, ‘‘পড়শি দেশের বিদেশমন্ত্রীকে খুনের জন্য টাকা ঘোষণা করা হয়েছে। এটা সীমা অতিক্রম করা হয়েছে।’’ সেই সঙ্গে মোদীকে ‘গুজরাতের কসাই’ বলে যে বিতর্ক বাধিয়েছেন বিলাবল, তাতে নিজের বক্তব্যে অনড় তিনি। পাক বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‘এটা ঐতিহাসিক সত্য।’’ কিন্তু এই ‘সত্য’কে বিজেপি ‘ব্যক্তিগত আক্রমণ’ বলে সরব হয়েছে বলে মন্তব্য করেছেন বিলাবল।

এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘মোদীর দলের এক সদস্য আমার মাথার দাম ২ কোটি টাকা ঘোষণা করেছেন। আমার মনে হয় না মোদী যে ‘গুজরাতের কসাই’ নন, তা প্রমাণ করতে এমন পদক্ষেপ করা উচিত।’’

পাকিস্তানে ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, রাষ্ট্রপুঞ্জে এ কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর পরই ২০০২ সালে গুজরাতে অশান্তির ঘটনার প্রসঙ্গ তুলে মোদীকে নিশানা করেন বিলাবল। তিনি বলেন, ‘‘ভারতকে বলতে চাই, লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী। এই দেশে (আমেরিকা) প্রবেশে ওঁর নিষেধাজ্ঞা ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর নিষেধাজ্ঞা ওঠে। উনি আরএসএসের প্রধানমন্ত্রী। আরএসএসের বিদেশমন্ত্রী। আরএসএস কী? আরএসএস প্রেরণা পায় হিটলারের নাৎসি বাহিনীর থেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bilawal Bhutto Zardari Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE