Advertisement
E-Paper

মার্কিন শুল্কে ‘ভয় নেই’! ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা চিনের

চিনা প্রেসিডেন্ট শি বলেছেন, ‘‘চিন এবং ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা। ভয় না পেয়ে যৌথ ভাবে আমেরিকার একতরফা হুমকির প্রতিরোধ করা।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৩:৪৮
China called European Union to join hands against Donald Trump’s trade war

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (ডান দিকে)। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের বিরুদ্ধে এ বার ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা দিল চিন। আমেরিকার ‘একতরফা হুমকি’ প্রতিরোধে জোট বাঁধাই শ্রেয় বলে মনে করছে তারা। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেজিঙে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ়ের সঙ্গে বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাব দিয়েছেন।

চিনা প্রেসিডেন্ট শি বলেছেন, ‘‘চিন এবং ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা। ভয় না পেয়ে যৌথ ভাবে আমেরিকার একতরফা হুমকির প্রতিরোধ করা।’’ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানের মতে, এই ধরনের বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। তাঁর কথায়, ‘‘চিন এই যুদ্ধ লড়তে চায় না। কিন্তু আমরা ভয় পাই না। যদি আমেরিকা সত্যিই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, তবে তাদের এই ধরনের চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। চিনের বিরুদ্ধে এই ধরনের কৌশল কাজ করবে না।’’ লিনের দাবি, আমেরিকা যদি শুল্ক এবং বাণিজ্যযুদ্ধের উপর জোর দেয়, তবে চিনও শেষ পর্যন্ত তার জবাব দেবে।’’

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নতুন শুল্কনীতির কথা জানান। তাঁর স্পষ্ট দাবি ছিল, যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক আরোপ করে, সেই দেশের পণ্যের উপর আমেরিকাও তত পরিমাণ আমদানি শুল্ক চাপাবে। তার পরই ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর বিভিন্ন পরিমাণ পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। এই শুল্কনীতিকে কেন্দ্র করে তোলপাড় গোটা বিশ্ব। আলোচনা, সমালোচনা চলছেই। সেই আবহেই ট্রাম্প জানান, ৯০ দিনের জন্য নয়া শুল্কনীতি স্থগিত রাখছেন। তবে সেই তালিকা থেকে বাদ থাকছে শুধু চিন।

বুধবার চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময় অনুসারে) জানা যায়, আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১২৫ শতাংশ নয়, ১৪৫ শতাংশ করা হয়েছে। অন্য দিকে, চিন কর্তৃপক্ষও আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুল্কের পরিমাণ বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে। শুধু তা-ই নয়, মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছে চিন। অস্ট্রেলিয়ার কাছে সেই প্রস্তাব যায়। যদিও অস্ট্রেলিয়া চিনের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে জানায়, তারা কেবল জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে। এ ছাড়াও, ভারতকেও এক হওয়ার বার্তা দেয় চিন। যদিও চিনের প্রস্তাব নিয়ে নয়াদিল্লি এখনও কোনও মন্তব্য করেনি। এ বার ইউরোপীয় ইউনিয়নকে পাশে থাকার আহ্বান জানাল চিন।

US Tariff War Donald Trump Trade War Xi Jinping China EU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy