আফগান তালিবানকে ‘জঙ্গিগোষ্ঠী’র তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক। এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন।
ওই নেটমাধ্যমগুলিতে তালিবানের সমর্থনে সমস্ত রকম পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যাঁরা তালিবানের সমর্থনে কোনও পোস্ট বা মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপেরও কথাও জানানো হয়েছে ফেসবুকের তরফে।