দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ল হ্যারিকেন মেলিসা। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি হল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। এমনটাই জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি-৫ বলে চিহ্নিত করা হয়েছে। ১৭৪ বছরে এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জামাইকা।
ল্যান্ডফলের আগেই হ্যারিকেনের প্রভাবে দুর্যোগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মৃত্যু হয়েছে সাত জনের। তাঁদের মধ্যে তিন জনই জামাইকার বাসিন্দা। হাইতিতে মারা গিয়েছেন তিন জন। ঝড়ের জন্য বাসিন্দাদের বার বার সতর্ক করেছে প্রশাসন। তাদের আশঙ্কা, এই ঝড়ের ফলে বিপুল ক্ষয়ক্ষতি, প্রাণহানি হতে পারে। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস জানিয়েছেন, মেলিসার মোকাবিলা করতে পারে এমন পরিকাঠামো দেশে কোথাও নেই। তাই তিনি বাসিন্দাদের সাবধান থাকতে বলেছেন।
জামাইকায় ঝড়ের দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশির ভাগ এলাকায়। অন্ধকারে রয়েছেন দু’লক্ষ মানুষ। বেশির ভাগ হাসপাতালে এখনও বিদ্যুৎ রয়েছে, তবে সব হাসপাতালে নয়। এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী যে সমুদ্রে ১৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। ল্যান্ডফলের সময় হ্যারিকেনের ক্যাটাগরি থাকবে পাঁচ। দ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় তার শক্তি কমে ক্যাটাগরি-৪-এ পরিণত হবে। ইতিমধ্যে ঝড়ের দাপটে জামাইকায় উপড়ে গিয়েছে বহু গাছ। বন্ধ বহু রাস্তা। বাসিন্দারা জানাচ্ছেন, এ রকম ভয়ঙ্কর ঝড়ের দাপট তাঁরা আগে দেখেননি।