Advertisement
০১ মে ২০২৪
Paris

প্যারিসের ব্যস্ততম স্টেশনে ছুরি নিয়ে হামলা! বেশ কয়েক জন আহত, পরে গ্রেফতার দুষ্কৃতী

বুধবার সকালে ইউরোপের ব্যস্ততম স্টেশন গার ডু নরে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। অন্তত ৬ জন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্যারিসের গার ডু নর স্টেশনে ছুরি হাতে হামলা দুষ্কৃতীর।

প্যারিসের গার ডু নর স্টেশনে ছুরি হাতে হামলা দুষ্কৃতীর। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৭
Share: Save:

আবার রক্তাক্ত ফ্রান্স। এ বার রাজধানী প্যারিসে একটি রেলস্টেশনের কাছে ছুরি নিয়ে হামলা এক অজ্ঞাতপরিচয়ের। বেশ কয়েকজনকে ছুরি মারার পর পুলিশ তাঁকে ধরে ফেলে। ঘটনা ঘিরে উত্তেজনা ফ্রান্সের রাজধানীতে।

বুধবার সকালে প্যারিসের গার ডু নর স্টেশনের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন আশপাশের লোকেদের উপর। মুহূর্তে ব্যস্ত স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বন্দুকের সাহায্যে ওই ব্যক্তিকে নিরস্ত করে এবং গ্রেফতার করে। ছুরিকাঘাতে অন্তত ছ’জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি এমন হামলা করলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

প্যারিসের গার ডু নর স্টেশন গোটা ইউরোপেই অত্যন্ত ব্যস্ত স্টেশন বলে পরিচিত। লন্ডন থেকে শুরু করে উত্তর ইউরোপের বিভিন্ন শহরে যেতে হলে এই স্টেশন থেকেই ট্রেনে চাপতে হয়। সারা দিনই যাত্রী কোলাহলে মুখরিত থাকে গার ডু নর। সেখানেই বুধবার সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Knife Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE