জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে সাংবাদিক বৈঠকে খবরটি জানান ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে গত তিন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের যথাসম্ভব বাদ দেওয়া, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, পুলিশের শরীরে ক্যামেরা লাগাতে নিদের্শ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সব ডিসি, এসপি, ওসি বদল করা এবং নির্বাচনে লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়া নিয়েও কথা বলেন ইউনূস। শফিকুল বলেন, ‘‘প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোর ভাবে আইন প্রয়োগ করে।’’
ইউনূসের ঘোষণাকে ইতিবাচক বলেছে বিএনপি। জামায়াতে ইসলামীর দাবি, সংস্কার ও বিচারের অগ্রগতিও জরুরি নির্বাচনের আগে। জাতীয় নাগরিক পার্টি বলেছে, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তা দিতে সক্ষম কি না— তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কীভাবে নির্বাচন হবে?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)