২৬/১১ হামলার অন্যতম মূল চক্রী জাকিউর রহমান লকভিকে গ্রেফতার করল লাহৌর পুলিশ। জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
পঞ্জাব সন্ত্রাস দমন বিভাগ লকভির বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দেওয়ার অভিযোগ দায়ের করেছিল লাহৌরে থানায়। অভিযোগে বলা হয়েছিল, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লকভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লকভির।