ভারত-পাক সংঘর্ষবিরতি পরবর্তী সময় থেকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হয়েছে। ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার বিরল খনিজ নিয়েও ওয়াশিংটন এবং ইসলামাবাদ একটি চুক্তি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। সম্প্রতি পাকিস্তান থেকে প্রথম দফায় কিছু খনিজের নমুনা আমেরিকায় পাঠানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
গত সেপ্টেম্বরেই আমেরিকার সংস্থা ‘ইউএস স্ট্র্যাটেজিক মেটাল্স’ (ইউএসএসএম)-এর সঙ্গে এক সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর করে পাকিস্তান। ওই মউ অনুসারে, প্রথম দফায় খনিজের নমুনা পাঠানো হয়েছে আমেরিকায়। পাকিস্তানে বিরল খনিজের প্রক্রিয়াকরণ এবং এই সংক্রান্ত কাজের উন্নয়নের জন্য ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ওই মার্কিন সংস্থার। পাকিস্তান থেকে খনিজের নমুনা আমেরিকায় পৌঁছোনোর বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে ইউএসএসএম। এই পদক্ষেপকে তারা আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত বন্ধুত্বের এক নতুন মাইলফলক হিসাবে ব্যাখ্যা করেছে।
আরও পড়ুন:
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে বার বার আমেরিকার মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টে এই দাবি ভারত শুরু থেকে অস্বীকার করলেও পাকিস্তান বার বার ট্রাম্পের দাবিকে সমর্থন করেছে। এমনকি ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলেও জানিয়েছে ইসলামাবাদ। সাম্প্রতিক সময়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছে ট্রাম্পকে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সম্পর্কের উন্নতি হতেই মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো জানান, গুরুত্বপূর্ণ খনিজ এবং হাইড্রোকার্বন খাতে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে ‘উন্মুখ’ আমেরিকা। পাকিস্তানের স্বাধীনতা দিবসে শাহবাজ়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন, “এতে আমেরিকা ও পাকিস্তান— উভয়েরই ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।”