Advertisement
E-Paper

ট্রাম্প-পুতিন বৈঠকের পর হামলার অভিঘাত বেড়েছে রুশ ফৌজের‍! ৪৪০০ ইউক্রেন সেনাকে হত্যা

গত এক সপ্তাহে ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) যুদ্ধে অন্তত ৪৪০০ জন ইউক্রেন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ ফৌজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২১:৫২
Russia claims, Ukraine loses almost 4,400 regular troops and mercenaries over week

গত এক সপ্তাহের যুদ্ধে অন্তত ৪৪০০ জন ইউক্রেন সেনা নিহত হয়েছেন বলে দাবি করল রাশিয়া। ঘটনাচক্রে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তৎপরতা’র আবহেই সোমবার এই রুশ প্রতিরক্ষা দফতরকে উদ্ধৃত করে এই দাবি করেছে সে দেশের সরকারি সংবাদ সংস্থা ‘তাস’।

১৫ অগস্ট আলাস্কার অ্যাঙ্কোরেজ় শহরের অদূরে মার্কিন সেনাঘাঁটি ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই রাষ্ট্রনেতার তিন ঘণ্টার বৈঠকে সাড়ে তিন বছরের ইউক্রেন যুদ্ধের বিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এর পরে গত সোমবার হোয়াইট হাউসে ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প।

ওভাল অফিসে ওই বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ফোনে পুতিনের সঙ্গেও কথা বলেছিলেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, পরবর্তী পর্যায়ে মুখোমুখি বৈঠকে বসবেন রুশ এবং ইউক্রেন প্রেসিডেন্ট। কিন্তু ইতিমধ্যেই ক্রেমলিন জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে দুই রাষ্ট্রনেতার কোনও আলোচনা হবে না। এই আবহে সোমবার ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) লড়াইয়ে ৪৪০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করল মস্কো। গত সাড়ে তিন বছরে ডনবাসের বড় অংশের দখল নিয়েছে রুশ সেনা। কিন্তু এখনও আড়াই হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা জ়েলেনস্কির সেনার দখলে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগে সেই অংশের দখল নেওয়ার পরিকল্পনা রয়েছে পুতিনের।

Russia Ukraine War Russia-Ukraine Ceasefire Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy