তাদের দখলে থাকা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এ বার স্থানীয় ভাবে ভোট করানোর সিদ্ধান্ত নিল রাশিয়া সরকার। আজই এ বিষয়ে সরকারি সিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর। বিষয়টি জানার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সরকার।
গত দেড় বছরে ইউক্রেনের লুহানস্ক, ডনেৎস্ক, জ়াপোরিঝিয়া এবং খেরসন প্রদেশের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের দখলে নিয়েছিল মস্কো। ক্রেমলিনের দাবি, আপাতত ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ তাদের দখলে রয়েছে। সম্প্রতি দখল করা এলাকাগুলিতে নিজেদের আধিপত্য আরও জোরদার করতেই সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিন সরকার। তবে কিভের তরফে ওই চার এলাকার মানুষের কাছে আর্জি জানানো হয়েছে যে, তাঁরা যেন কোনও মতেই ওই ভোটে অংশ না নেন। বাসিন্দারা যাতে ওই এলাকাগুলি ছেড়ে আপাতত অন্যত্র চলে যান, সেই অনুরোধও করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)