Advertisement
E-Paper

শ্রীলঙ্কা বেড়াতে গিয়ে বিস্ফোরণে তিন সন্তানকে হারালেন ডেনমার্কের এই ধনকুবের শিল্পপতি

আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা ‘বেস্টসেলার’-এর মালিক আনরেস হলশ পভলসন। পৃথিবীর ৭০টি দেশে ২ হাজার ৭০০ স্টোর রয়েছে তাদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ২১:১০
স্ত্রী অ্যানের সঙ্গে আনরেস হলশ পভলসন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

স্ত্রী অ্যানের সঙ্গে আনরেস হলশ পভলসন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে নিজের তিন সন্তানকে হারালেন ডেনমার্কের ধনকুবের শিল্পপতি আনরেস হলশ পভলসন। ইস্টারের ছুটিতে সপরিবার শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েছিলেন। রবিবার সকালে সেখানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। তাতে তাঁর চার সন্তানের মধ্যে তিন জনের মৃত্যু হয় বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

নাম প্রকাশ না করলেও, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে পভলসনের তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তাঁর সংস্থার এক মুখপাত্র জেসপার স্তুবকিয়ের। তিনি বলেন, ‘‘হামলায় নিজের তিন সন্তানকে হারিয়েছেন পভলসন।’’ কিন্তু বিস্ফোরণের সময় তাঁরা কোথায় ছিলেন, বাকিরা নিরাপদ রয়েছেন কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বরং এই দুঃসময়ে পভলসন পরিবারকে একা ছেড়ে দিতে সংবাদমাধ্যমকে অনুরোধ জানান।

আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা ‘বেস্টসেলার’-এর মালিক আনরেস হলশ পভলসন। পৃথিবীর ৭০টি দেশে ২ হাজার ৭০০ স্টোর রয়েছে তাদের। মোট কর্মীর সংখ্যা প্রায় ১৭০০। জ্যাক অ্যান্ড জোন্স, ভেরো মোডা, ওনলি-র সতেরোটি ব্ল্যান্ড ‘বেস্টসেলার’-এর অধীনে। এ ছাড়াও, ই-কমার্স সংস্থা এসস-এরও বৃহত্তম অংশীদার তিনি। স্কটল্যান্ডের এক শতাংশ জমির মালিক তিনি। বেশ কিছু ঐতিহাসিক দুর্গও কিনেছেন। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৯০ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন: বিস্ফোরণের নেপথ্যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, দাবি শ্রীলঙ্কা সরকারের, গ্রেফতার ২৪​

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিস্ফোরণে নিহত কর্নাটকের দুই জেডিএস কর্মী, মৃত ৬ ভারতীয়​

অন্য দিকে, শ্রীলঙ্কায় মৃত্যু সংখ্যা ২৯০-এ গিয়ে ঠেকেছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় না নিলেও, স্থানীয় ইসলামিক কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠী ‘ন্যাশনাল তৌহিদ জামাত’ (এনটিজে)এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ সেদেশের সরকারের। মূলত পর্যটন শিল্পের উপরেই নির্ভরশীল শ্রীলঙ্কার অর্থনীতি। কিন্তু ইস্টারের সকালে ধারাবাহিক বিস্ফোরণের পর তাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Sri Lanka Sri Lanka Blast Anders Holch Povlsen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy