Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fish

Bizarre: মাছ ধরতে গিয়ে ছিপে প্রবল টান, সুতো গোটাতেই উঠে এল পেল্লাই ‘জলদানব’!

কদাকার দেখেতে ওই প্রাণীটি আসলে বিরল প্রজাতির মাছ। যেটিকে ‘অ্যালিগেটর জার’ বলা হয়। উত্তর এবং মধ্য আমেরিকায় এই প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়।

ছিপে উঠে আসে এই ‘জলদানব’। ছবি সৌজন্য ফেসবুক।

ছিপে উঠে আসে এই ‘জলদানব’। ছবি সৌজন্য ফেসবুক।

সংবাদ সংস্থা
টেক্সাস শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৬:৪১
Share: Save:

ছিপ দিয়ে মাছ ধরছিলেন এক ব্যক্তি। সুতোয় টান পড়তেই তিনি ভেবেছিলেন পেল্লায় আকারের কোনও মাছ ধরা পড়েছে। আনন্দের সঙ্গেই ছিপের সুতো গুটিয়ে সেটিকে পাড়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ডাঙায় উঠে এল ‘জলদানব’!

জাস্টিন জর্ডন নামে আমেরিকার টেক্সাসের ওই ব্যক্তি একটি ছবিও নেটমাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কালো কুচকুচে কুমিরের মতো দেখতে একটি প্রাণী। দেখে কোনও ভাবেই মাছ বলে মনে হবে না। প্রাণীটিকে দেখেই আঁতকে ওঠেন জর্ডন। কুমিরের মতো মুখ, ধারালো দাঁত, কদাকার দেখতে ওই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

জানা গিয়েছে, কদাকার দেখেতে ওই প্রাণীটি আসলে অত্যন্ত বিরল প্রজাতির মাছ। যেটিকে ‘অ্যালিগেটর জার’ বলা হয়। উত্তর এবং মধ্য আমেরিকায় এই প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। আকারে বিশাল হয়। গায়ের রং কুচকুচে কালো অথবা জলপাইরঙা হয়। মাছের ছবিটি নেটমাধ্যমে শেয়ার হতে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ভয়ানক!’ কেউ আবার বলেছেন, ‘ভিন্‌গ্রহের প্রাণী’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fish Texas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE