জার্মানি এবং ব্রিটেনের কৃত্রিম উপগ্রহের উপর গোপনে নজরদারি চালানো হচ্ছে! এ বার এমনটাই অভিযোগ উঠল রাশিয়া ও চিনের বিরুদ্ধে। অভিযোগ, মহাকাশে পশ্চিমী দেশগুলির কৃত্রিম উপগ্রহগুলির উপর নিয়মিত ‘চরবৃত্তি’ চালানো হচ্ছে। এর জেরে একদিকে যেমন দেশের সংবেদনশীল তথ্য ভিন্দেশিদের হাতে চলে যাচ্ছে, তেমনই প্রভাব পড়ছে অসামরিক বিমানচলাচলেও।
সম্প্রতি জার্মানি এবং ব্রিটেন অভিযোগ করেছে, মহাকাশে তাদের উপগ্রহগুলিকে ‘অনুসরণ’ করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহে একাধিক বার জ্যামিং কিংবা কক্ষপথে চলে আসার মতো ঘটনা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে। গত সেপ্টেম্বরে মহাকাশ শিল্প কর্তাদের নিয়ে অনুষ্ঠিত বার্লিন সম্মেলনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছিলেন, ‘‘মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড আমাদের সকলের জন্যই একটি হুমকি, এমন একটি হুমকি যা আর কোনও ভাবেই উপেক্ষা করলে চলবে না।’’ পশ্চিমী দেশগুলির আশঙ্কা, রাশিয়া তাদের যোগাযোগ স্যাটেলাইটগুলিকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে, এতে উপগ্রহচিত্র কিংবা টেলিকম এবং ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মতো বিষয়গুলি প্রভাবিত হতে পারে। বিশ্বব্যাপী থিঙ্কট্যাঙ্ক আরএএনডি-র তথ্য অনুযায়ী, সামরিক নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে এর জেরে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের কর্তাদের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে চিনের। অভিযোগ, রাশিয়ার হয়ে ইউক্রেনীয় স্যাটেলাইটগুলির উপর নজরদারিও চালাচ্ছে বেজ়িং। জার্মানির বরিসও দাবি করেছেন, সম্প্রতি দু’টি রুশ গোয়েন্দা উপগ্রহকে দু’টি ইন্টেলস্যাট উপগ্রহের উপর নজরদারি করতে দেখা গিয়েছে, যা সাধারণত জার্মান সশস্ত্র বাহিনী এবং এর মিত্রদেশগুলি করে। বরিসের কথায়, ‘‘সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়া এবং চিন তাদের মহাকাশ যুদ্ধের ক্ষমতা বাড়িয়েছে। অন্যান্য দেশের উপগ্রহ-তথ্য জ্যাম করা কিংবা প্রভাবিত করা, এমনকি ধ্বংস পর্যন্ত করে দিতে পারে তারা।’’ আশঙ্কায় দেশীয় মহাকাশ কর্মসূচির খাতে বরাদ্দের অঙ্ক কয়েকশো কোটি ডলার বৃদ্ধি করেছে জার্মানি।
ব্রিটেনের স্পেস কমান্ডের প্রধানও সতর্ক করে বলেছেন যে, রুশ কৃত্রিম উপগ্রহগুলি শুধু জার্মানিই নয়, ব্রিটিশ উপগ্রহগুলির উপরেও নিয়মিত নজরদারি চালাচ্ছে। গত মাসে ব্রিটিশ মেজর জেনারেল পল টেডম্যান বিবিসিকে বলেন, “ওদের জাহাজে এমন পেলোড আছে যা আমাদের উপগ্রহগুলির উপর নজর রাখতে পারে। আমাদের উপগ্রহ মারফত তথ্য চুরি করার চেষ্টা করছে ওরা।’’
আমেরিকার অধীনস্থ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন বা নেটো-র মহাসচিব মার্ক রাটও দেশগুলিকে সতর্ক করে জানিয়েছেন, যাতে ভিন্দেশি উপগ্রহগুলিকে নিষ্ক্রিয় ও ধ্বংস করা যায়, সে জন্য মহাকাশে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। যদিও এ সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি একাধিক বার প্রকাশ্যে বলেছেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র তৈরির কথা আদৌ ভাবছে না মস্কো।