আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ আলোয় সেজে উঠল নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর। যোগের চিহ্ন দেওয়া বিশেষ আলো জ্বালানো হয় এই বিখ্যাত বিল্ডিংটির গায়ে। যোগ চিহ্নের নীচে ইংরেজিতে বড় বড় করে ‘যোগ’ কথাটিও লেখা ছিল। গত ১৯ জুন বিখ্যাত বলিউড অভিনেতা অনুপম খেরের হাত ধরেই প্রথম জ্বলে ওঠে যোগ দিবসের এই বিশেষ আলো।
নিউ ইয়র্কের আইকনিক বিল্ডিংটি বিশেষ এই আলোতে সেজে ওঠার পরেই তা টুইট করে জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে এই আলো জ্বালানোর পর একে ‘অনন্য সম্মান’ বলে মন্তব্য করে টুইট করেন অনুপম খেরও।
আরও পড়ুন: যোগ বহির্বিশ্বের সঙ্গে ভারতের অন্যতম প্রধান যোগসূত্র: প্রধানমন্ত্রী