শেষকৃ্ত্যের প্রস্তুতি প্রায় সারা। হাসপাতাল থেকে দেহ পৌঁছে গিয়েছিল শেষকৃত্যের জন্য। কিন্তু সেখানেই এক মহিলার পরিবার তাঁকে জীবিত অবস্থায় ফিরে পেলেন। ফিরিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালে। রবিবার এমনই এক ঘটনা সামনে এল প্যারাগুয়ের করনেল অভিয়েডোতে।
গ্যাডিস রড্রিগেজ দে ডুআর্টে নামে এক মহিলা উচ্চ রক্তচাপের কারণে অভিয়েডোর এক হাসপাতালে যান। সেখানকার এক চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। কিন্তু ওই মহিলার অবস্থা একটাই খারাপ ছিল যে চিকিৎসক মনে করেন তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচানোর কোনও চেষ্টাও করেননি। সেখান থেকে সোজা শেষকৃত্যের জন্য পাঠিয়ে দেওয়া হয় ‘দেহ’। খবর দেওয়া হয় মহিলার স্বামী ও মেয়েকে।
মহিলার স্বামী ও মেয়ে পৌঁছে যান শেষকৃত্যস্থলে। কিন্তু সেখানে যখন শেষকৃত্যের জন্য দেহ নামানো হচ্ছে কর্মীরা দেখেন মহিলার দেহ বডিব্যাগের মধ্যে নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মহিলাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।