Advertisement
E-Paper

অন্তর্বাসের পর এবার বিমানে জুতো শুকনো করার দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়!

এক যাত্রীকে দেখা যাচ্ছে ডান হাত দিয়ে একটি জুতো তুলে ধরছেন। এয়ার ভেন্টের সামনে ধরে রেখেছেন সেটি। সম্ভবত তিনি ভেজা জুতো শুকনো করার জন্যই এই কাজ করছিলেন। হাতে একটি আংটিও দেখা যাচ্ছে। ভিডিয়ো নিশ্চিত করে বোঝার উপায় নেই তিনি মহিলা না পুরুষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৬:০২
বিমানের ভিতরেই জুতো শুকাচ্ছেন এক যাত্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিমানের ভিতরেই জুতো শুকাচ্ছেন এক যাত্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেখানে এক মহিলাকে একটি অন্তর্বাস বিমানের এয়ার ভেন্টের সামনে ধরতে দেখা গিয়েছিল। এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল। এবার এয়ার ভেন্টের সামনে জুতো তুলে ধরতে দেখা গেল একজনকে।

প্যাসেঞ্জার শেমিং নামে এক ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানে যতগুলি আসন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ছে সবগুলিতেই যাত্রী বসে রয়েছেন। বিমানের সিটের পিছনে এলসিডি স্ক্রিনগুলিও চলতে শুরু করেছে। অর্থাৎ বিমান ছাড়তে খুব বেশি দেরি নেই।

এই সবের মাঝেই এক যাত্রীকে দেখা যাচ্ছে ডান হাত দিয়ে একটি জুতো তুলে ধরছেন। এয়ার ভেন্টের সামনে ধরে রেখেছেন সেটি। সম্ভবত তিনি ভেজা জুতো শুকনো করার জন্যই এই কাজ করছিলেন। হাতে একটি আংটিও দেখা যাচ্ছে। ভিডিয়ো নিশ্চিত করে বোঝার উপায় নেই তিনি মহিলা না পুরুষ।

আরও পড়ুন: বিমানে সবার সামনে এ ভাবে অন্তর্বাস শুকালেন মহিলা! ভাইরাল হল ভিডিয়ো

প্যাসেঞ্জার শেমিংয়ের অ্যাকাউন্টে ভিডিয়োটি ১৬ জানুয়ারি পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে একের পর কটাক্ষ, সমালোচনার মূলক কমেন্ট পড়তে শুরু করেছে পোস্টটিতে।

আরও পড়ুন: ছাই-এর কম্বলে ঢেকে যাচ্ছে ফিলিপিন্সের ঘর-বাড়ি-ক্ষেত-খামার

দেখুন সেই ভিডিয়ো:

So yeah, this BS, zero self-awareness nonsense is happening...again... #PLEASESTOP 🚫WTFFFFFF ✈️💨👟🤷🏼‍♀️👣🤯 Thank you @dylanmiller for sending this in! • • • #passengershaming #flyingfeet #instagramaviation #comeflywithme #airlinelife #airplaneetiquette #frequentflyer #crewlife #plane #aviation #cabincrew #avgeek #cabincrewlife #flightattendant #flightattendantlife #stewardess #flightattendantproblems #travel #flightattendants #instapassport #aviationgeek #FAlife #airtravel #travelgram #traveltips #pilotlife #frequentflier

A post shared by Passenger Shaming (@passengershaming) on

Viral video Shoe Flight Plane Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy