অনেকেই আছেন দোতলা উঁচু বাড়ি থেকে নীচের দিকে তাকাতে ভয় পান। আপনি যদি সেই তালিকায় থাকেন তবে এই ভিডিয়ো না দেখাই ভাল। এখানে একটি মহিলা ন’তলা থাকে নীচে পড়ে যান। আর পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে হাঁটা দেন।
অজ্ঞাত পরিচয় এই মহিলার গোটা কাণ্ড ধরা পড়েছে একটি নজরদারি ক্যামেরাতে। সেটাই পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিয়োটি দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘মার্সি অফ গড... লাকি লেডি’ (ভগবানের করুণা... সৌভাগ্যবান মহিলা)।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি উঁচু বিল্ডিংয়ের ন’তলা থেকে পড়ে যাচ্ছেন কেউ। প্রথমে দেখলে মনে হবে নীচে জলের মধ্যে পড়লেন তিনি। কয়েক সেকেন্ড পরই তাঁকে সেখান থেকে উঠে হাঁটা দিতে দেখা যায়। আসলে তিনি বিল্ডিংটির নীচে জমা বরফের স্তুপের উপর পড়েন। তাই সেখান থেকে উঠেহাঁটতে পারেন। তবেঅত উঁচু থেকে পড়ার পরেও তাঁকে যতটা সুস্থ লাগছে ততটা সুস্থ তিনি ছিলেন না।