একে বলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। আক্ষরিক অর্থেই এক মহিলা কুমিরের মুখ থেকে বেরিয়ে এলেন। সাড়ে আঠ ফুট লম্বা একটি কুমিরের শক্তিশালী চোয়ালের মধ্যে নিজেই ঢুকিয়ে দিয়েছিলেন, আবার নিরাপদে বেরিয়েও আসেন। সেই ঘটনাই ধরা পড়ে ক্যামেরায়। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বড় কুমিরের চোয়ালের দু’টিকে হাতে ধরে টেনে ফাঁক করে রেখেছেন এক মহিলা। তার পর আস্তে আস্তে তাঁর সেই চোয়ালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন নিজের মাথাটা। সেই অবস্থায় কিছুক্ষণ থাকার পর ফের বার করে নিয়ে আসেন। একটি সমুদ্র সৈকতের মতো এলাকায় এই খেলা চলছিল। আশপাশে প্রচুর দর্শক গোল হয়ে দাঁড়িয়ে দেখছেন।
আসলে ইংল্যান্ডের ব্রাইটন শহরে চলছিল ‘ফ্রিস্টাইল অ্যালিগেটর রেসলিং কম্পিটিশন’ চলছিল।আর যে মহিলা প্রতিযোগীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর নাম অ্যাশলে লরেন্স, বয়স ৩২, মিয়ামির বাসিন্দা। অ্যাশলের উচ্চতা কুমিরটির দৈর্ঘের প্রায় অর্ধেক, চার ফুট ১১ ইঞ্চি। যে কুমিরটির সঙ্গে তাঁর লড়াই, তার ওজন প্রায় ৯০ কেজি, সেখানে অ্যাসলের ওজন ছিল ৫০ কেজি।তাও তিনি নিজের লক্ষ্যে পৌঁছে যান।