রাশিয়া এবং ইউক্রেনের সামরিক সংঘর্ষ এবং যুদ্ধবিরতি নিয়ে শুক্রবারই আলাস্কায় বৈঠক হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। কিন্তু তার আগে আলাস্কায় পা রাখতেই রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে একের পর এক প্রশ্নবাণ উড়ে এল সাংবাদিকদের কাছ থেকে।
বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের পরই পুতিনকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘কবে সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করবেন?’’ সাংবাদিক প্রশ্ন করেছিলেন ঠিকই, কিন্তু পুতিন নিজের কান হাত দিয়ে ঢেকে তাঁকে ইঙ্গিতে বুঝিয়ে দেন যে, কী প্রশ্ন করলেন, তা তিনি শুনতে পাচ্ছেন না। তবে অনেকেরই মত, অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে না শুনতে পাওয়ার ভান করে কৌশলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুশ প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
আরও এক সাংবাদিক পুতিনকে প্রশ্ন করেন, ট্রাম্পকে এত ভরসা করছেন কী ভাবে? এই প্রশ্নেরও উত্তর হেসে এড়িয়ে গিয়েছেন তিনি। তবে উত্তর না পেলেও সাংবাদিকেরা কিন্তু প্রশ্নবাণ থামাননি। আরও এক সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন আসে, ‘‘প্রেসিডেন্ট পুতিন, আপনি কি প্রতিশ্রুতি দেবেন আপনার হাতে সাধারণ মানুষের মৃত্যু হবে না?’’ ঠিক যেন প্রশ্নের ‘র্যাপিড ফায়ার’ পর্ব চলছিল। আর ‘হট সিটে’ বসে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু সবক’টি প্রশ্নই সুকৌশলে এড়িয়ে গিয়েছেন পুতিন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্টের কণ্ঠে বার বারই শোনা গিয়েছে ‘থ্যাঙ্ক ইউ, প্রেস’!
প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করেন। বৈঠকের নির্যাস জানতে তখন গোটা বিশ্ব মুখিয়ে ছিল। রুশ প্রেসিডেন্টই প্রথমে বলা শুরু করেন, ‘‘আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, আশা করছি লক্ষ্যপূরণ হওয়ার পথেই এগোব। ইউক্রেনে কী ভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’’ তবে কী বিষয়ে দুই রাষ্ট্রপ্রধান সম্মত হয়েছেন, তা খোলসা করে বলেননি তাঁদের কেউই।