Advertisement
০৪ মে ২০২৪
Tiffin Box

ছেলের কাছে সব শুনে তাঁর সহপাঠীর জন্যও রোজ খাবার পাঠান মা, কেন?

মা হয়ে কী ভাবে সব শুনেও চুপ করে বসে থাকেন! তাই যা করার, তা-ই করেছেন। সমাজমাধ্যম তাঁর পদক্ষেপের দারুণ প্রশংসা করেছে।

image of lunch

এখন ছেলের পাশাপাশি তাঁর এক সহপাঠীর জন্যও রোজ টিফিন পাঠান মহিলা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৯:২৮
Share: Save:

বাকি দুনিয়া যদি ওই মহিলার মতো হত, তা হলে অনেক কিছুই অন্য রকম হত। ছেলের জন্য রোজ কলেজে টিফিন পাঠাতেন তিনি। এখন ছেলের পাশাপাশি তাঁর এক সহপাঠীর জন্যও রোজ টিফিন পাঠান তিনি। কারণ ছেলের থেকেই তিনি জানতে পারেন, ওই সহপাঠী ঠিক মতো খেতে পাচ্ছে না। মা হয়ে কী ভাবে সব শুনেও চুপ করে বসে থাকেন! তাই যা করার, তা-ই করেছেন। সমাজমাধ্যম তাঁর পদক্ষেপের দারুণ প্রশংসা করেছে।

ওই মহিলার নাম অ্যান্টোনিয়া। নিজেই টুইটারে ছেলের সহপাঠীকে খাবার পাঠানোর গল্প জানিয়েছেন। সঙ্গে ছবি দিয়েছেন দু’জনের টিফিনের। অ্যান্টোনিয়া লিখেছেন, ‘‘কলেজে আবার ছেলের এক জন বন্ধু হয়েছে। ছেলে দেখে, গত কয়েক দিন ধরে সে কিছুই খায় না। আমার ছেলে নিজের টিফিন থেকে ভাগ দিতে থাকে তাঁকে। ওই সহপাঠী জানান, গত কয়েক দিন ধরে তিনি অভুক্ত। আমি তার পর থেকে রোজ দু’বাক্স করে টিফিন পাঠাই। যাতে দু’জনেই মন দিয়ে লেখাপড়া করতে পারে।’’

মহিলার এই পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। জনৈক লিখেছেন, ‘‘এত ভাল মা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’’ অন্য জন লিখেছেন, ‘‘নিজের ছেলেকে খুব ভাল শিক্ষা দিচ্ছেন আপনি। খুব ভাল মানুষ তৈরি করছেন। ওই ছেলেটি যে টিফিন নিতে রাজি হয়েছে, সেটাও ভাল। আমিও খুব গরিব ছিলাম। স্কুলের খাবার কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। দোষ না থাকলেও সেটা নিয়ে লজ্জা পেতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiffin Box Mother son College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE