Advertisement
১০ মে ২০২৪
monkey

Monkey: প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বাঁদরদের! 

সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, বারবারি ম্যাকাকু নামে বিশেষ প্রজাতির বাঁদরের বাসস্থান ট্রেনথাম মাঙ্কি ফরেস্টে।

গান শোনানো হচ্ছে বাঁদরদের।

গান শোনানো হচ্ছে বাঁদরদের।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১১
Share: Save:

রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বাঁদরদের। প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বাঁদরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বাঁদরের সংখ্যা কমে গিয়েছে।

এখন বাঁদরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বাঁদরদের মন ভাল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বাঁদরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে। সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা ম্যাট লাভ বলেন, “এই উদ্যোগ নিয়েছি বাঁদরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বাঁদররা বিপন্ন। এটা প্রজননের মরসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি না তা নিয়ে একটা পরীক্ষানিরীক্ষাও চলছে।”

আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়ের গান শোনানো হচ্ছে বাঁদরদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

monkey England song
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE