দৈনিক বা প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ছে আমজনতার। ব্যাঙ্ক বা ডাকঘরের প্রথাগত বিনিয়োগ থেকে সরে গিয়ে লাভজনক বিনিয়োগের বিকল্প বেছে নিচ্ছেন আমানতকারীরা। বাজার স্থিতিশীল থাকলে ও সময় দিলে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে অর্থ স়ঞ্চয়ের সুযোগ রয়েছে যথেষ্ট। ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা ‘এসআইপি’ অর্থাৎ নির্দিষ্ট ব্যবধানে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা। আর্থিক বাজার এবং মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞদের মতে এসআইপির মূল মন্ত্রই হল সময়।
এসআইপিতে বিনিয়োগ করে কতটা লাভ করবেন ও সঞ্চিত সম্পদের চক্রবৃদ্ধির হার বৃদ্ধি করবেন তা সম্পূর্ণ ভাবে নির্ভর করে সময়ের উপর। সম্পদ তৈরি করতে ধৈর্য রাখা জরুরি। যখন বাজারে মন্দা দেখা দেয়, সেই সময় অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে অনভিজ্ঞ, প্রায় সকলেই আতঙ্কিত হন। এসআইপি বন্ধ করে দেওয়ার কথা ভাবেন। তাঁদের মনের মধ্যে এই প্রশ্নই ঘুরপাক খায় যে, ইতিমধ্যেই অনেক বিনিয়োগ করা হয়েছে, এ বার কি এসআইপিতে বিনিয়োগ বন্ধ করে দেওয়া উচিত?
এক বছর, তিন বছর, না কি ১০ বছর, কত সময়ের মেয়াদে এসআইপি করলে মোটা অর্থ পকেটে ঢুকবে? যদি কেউ মনে করেন ২ বা ৩ বছরের জন্য এসআইপিতে বিনিয়োগ যথেষ্ট, তা হলে সেই রিটার্ন মূলত বাজারের ওঠাপড়ার উপর নির্ভর করবে। কখনও কখনও ভাল রিটার্নের মুখ দেখা সম্ভব। আবার কখনও লাভের পরিমাণ হতাশ করবে। কিন্তু যখন কেউ ৭-১০ বছর বা তার বেশি সময় ধরে এসআইপিতে ধারাবাহিক ভাবে বিনিয়োগ চালিয়ে যাবেন, তাঁর সঞ্চিত অর্থ থেকে লাভ আরও বাড়বে। যত দিন বিনিয়োগ ধরে রাখতে পারবেন, আপনার লাভও ততই বাড়বে।
উদাহরণস্বরূপ, একটি ভাল ইক্যুইটি ফান্ডে ৫ হাজার টাকার এসআইপি ৩ বছরে প্রায় ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে (যদি সেই এসআইপিটি ১৫ শতাংশ চক্রবৃদ্ধি হারে সুদ দেয়)। একই ফান্ডে ৫ বছর ধরে বিনিয়োগ করলে অর্থের পরিমাণ ৪.৩৭ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবার ১০ হাজার টাকার বিনিয়োগ ৭ বছর পরে ৭.১৬ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের। সেই একই এসআইপি যদি আরও ৩ বছর (মোট ১০ বছর) অব্যাহত রাখা হয়, তা হলে সঞ্চিত অর্থ ১৩.১৫ লক্ষ টাকার কাছাকাছি দাঁড়াবে (গড় রিটার্ন ১৫ শতাংশ হারে)।
কেউ যদি সন্তানের শিক্ষা বা সম্পত্তি কেনার জন্য অর্থ সঞ্চয় করতে চান, তা হলে ২০ বছর পর ২৫ লক্ষ টাকা বা ২৫ বছর পর ৩৫ লক্ষ টাকার প্রয়োজন হতে পারে। এসআইপি থেকে ওই টাকা পেতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০ বছরের জন্য এতে লগ্নি করতে হবে। ১০ বছর বা তার বেশি সময় ধরে এসআইপি চালিয়ে গেলে চক্রবৃদ্ধির মাধ্যমে আপনার লাভ দ্বিগুণ হতে পারে বলে মত আর্থিক বিশেষজ্ঞদের একাংশের।