Advertisement
৩০ মে ২০২৪
International Monetary Fund

প্রশংসার সঙ্গে সমস্যা মেটানোর পরামর্শও

প্রতিষ্ঠানের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডিরেক্টর কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, ভারতের মৌলিক ভিতগুলি মজবুত।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ০৭:১৬
Share: Save:

ভোটের বছর হওয়া সত্ত্বেও আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য ভারতের ভূয়সী প্রশংসা করল আইএমএফ। জানাল, এ দেশ এখনও বিশ্বের মধ্যে উজ্জ্বল বিন্দু। যার কারণ, বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, সরকারি ডিজিটাল পরিকাঠামো তৈরি করা ও জনসংখ্যার বড় অংশের বয়স কম হওয়া।

প্রতিষ্ঠানের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডিরেক্টর কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, ভারতের মৌলিক ভিতগুলি মজবুত। ৬.৮% বৃদ্ধি (চলতি অর্থবর্ষে আইএমএফের পূর্বাভাস) বেশ ভাল। চাহিদা বাড়ছে। মূল্যবৃদ্ধি মাথা নামাচ্ছে। গত বেশ কয়েক বছর ধরে একাধিক ধাক্কার মুখে দাঁড়িয়েও দেশ ধরে রেখেছে দ্রুততম বৃদ্ধির অর্থনীতি হওয়ার তকমা। বিদেশি মুদ্রার ভান্ডার পোক্ত। সব থেকে বড় কথা, অল্প বয়সি কর্মী সংখ্যা বিপুল। প্রতি বছর ১.৫০ কোটি মানুষ কর্মী হিসেবে যোগ দিতে পারেন। তবে এই বিপুল জনসংখ্যার সুবিধা পেতে প্রচুর সংস্কার বাকি বলেও দাবি তাঁর। বলেন, এর জন্য আগে শিক্ষা এবং স্বাস্থ্যে প্রচুর লগ্নি করতে হবে। কৃষ্ণার বক্তব্য, কর্মপ্রার্থীদের দক্ষ করে তুলতে পারলে তবেই অর্থনীতির উন্নতিতে কাজে লাগানো যাবে তাঁদের। শ্রম সংস্কার, বাণিজ্যে বিধিনিষেধ কমানো, লগ্নিকারীদের হাতে সঠিক পরিসংখ্যান পৌঁছনোতেও জোর দিয়েছেন তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

IMF Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE