অনাবাসী ভারতীয়দের জন্য সুখবর। এ বার থেকে ১২টি দেশে নিখরচায় ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন তাঁরা। প্রবাসীদের জন্য এই সুবিধার কথা ঘোষণা করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এর ফলে বিদেশে উচ্চ শিক্ষা, ব্যবসা বা চাকরি করতে যাওয়া ভারতীয়েরা যে আর্থিক ভাবে লাভবান হবেন, তা বলাই বাহুল্য।
বুধবার, ২৫ জুন ইউপিআই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে যে, অনাবাসী সাধারণ বা এনআরও (নন-রেসিডেন্ট অর্ডিনারি) এবং অনাবাসী বহিরাগত বা এনআরইদের (নন-রেসিডেন্ট এক্সটার্নাল) এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে দিতে হবে না কোনও অতিরিক্ত চার্জ। যে ১২টি দেশে সংশ্লিষ্ট নিয়মটি কার্যকর হবে সেগুলি হল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি।
প্রবাসীদের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে আরও একটি সুবিধা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অনাবাসী গ্রাহকদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে তাঁদের এনআরই বা এনআরও অ্যাকাউন্টগুলিকে যে কোনও পেমেন্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম বা অন্যান্য অ্যাপের সঙ্গে ওই নম্বর যুক্ত করতে হবে তাঁদের। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ভারতীয় সিমকার্ড ছাড়াই ইউপিআইয়ে লেনদেন করতে পারবেন তাঁরা।
একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নেওয়া যেতে পারে। ধরা যাক কোনও এক প্রবাসী আমিরশাহির দুবাই শহরে থাকছেন। সেখানকার স্থানীয় সিমকার্ড রয়েছে তাঁর ফোনে। আগে ওই সিমকার্ড দিয়ে কোনও ইউপিআই লেনদেন করতে পারতেন না তিনি। কিন্তু বর্তমানে সেটা করতে পারবেন। তবে অবশ্যই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনআরই বা এনআরও হতে হবে।
আরও পড়ুন:
এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ‘হেড অফ রিটেল লায়বেলিটিজ়’ আশিস সিংহ। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল ব্যাঙ্কিং পরিষেবাকে সহজ থেকে সহজতর করা। দেশে হোক বা দেশের বাইরে, গ্রাহক যেখানেই থাকুন না কেন, পরিষেবাকে তাঁদের কাছে পৌঁছে দিতে চাইছি আমরা।’’