Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

সংক্রমিত আরও ১১ পুলিশকর্মী

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশে এটিই প্রথম কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৩:০০
Share: Save:

নতুন করে কলকাতা পুলিশের ১১ জন করোনায় সংক্রমিত হলেন। সোমবার লালবাজার সূত্রের খবর, এই নিয়ে এখনও পর্যন্ত বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২০। যার মধ্যে এক কনস্টেবল শনিবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। তিনি ডিসি সাউথের অফিসে কাজ করলেও আদতে শেক্সপিয়র সরণি থানায় কর্মরত ছিলেন।

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশে এটিই প্রথম কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু। তবে বাকি অনেকেই সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন। অনেকে এখনও চিকিৎসাধীন। তবে গরফা থানায় আর নতুন করে কেউ আক্রান্ত হননি। তিন দিন আগে ওই থানার এক সাব-ইনস্পেক্টর আক্রান্ত হন। ওই থানায় মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

লকডাউনের প্রথম দিন থেকেই সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশকর্মীরা। অসুস্থ মানুষকে হাসপাতালে পাঠানো, গরিবদের কাছে খাবার পৌঁছে দেওয়ার মতো সব কাজই সামলাতে হচ্ছে তাঁদেরই। ফলে বিভিন্ন বিভাগের একের পর এক পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন। শুধু লকডাউন নয়, তার বাইরেও আইন-শৃঙ্খলা সামলানোর কাজও করতে হচ্ছে তাঁদের। এ ভাবে পুলিশকর্মীরা সংক্রমিত হতে শুরু করায় বাহিনীতে কর্মীর অভাব তৈরির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না লালবাজার।

পুলিশ সূত্রের খবর, সাধারণ মানুষের পাশাপাশি কন্টেনমেন্ট জ়োনেও কাজ করে চলেছেন পুলিশকর্মীরা। অনেক সময়ে মাস্ক বা গ্লাভসও ঠিক মতো না পাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু তার পরেও কাজ করে গিয়েছেন সকলে। আর তার ফলেই অনেকে আক্রান্ত হয়েছেন করোনায়। আবার এক জনের থেকে সংক্রমিত হয়েছেন অপর সহকর্মীও। এর মধ্যে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলের কর্মীদের পাশাপাশি রয়েছেন কমব্যাট ফোর্সের সদস্য থেকে শুরু করে বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ডের কর্মীরাও।

আরও পড়ুন: হাওড়ায় পরোয়া নেই সুরক্ষার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE