Advertisement
১৭ এপ্রিল ২০২৪
AJC Bose Road

এজেসি বসু রোডে উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বুধবার বিকেলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে থেকে পার্ক সার্কাসের দিকে নামার মুখে দুর্ঘটনার মুখে পড়ে ওই ম্যাটাডোরটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৬:৩৮
Share: Save:

এজেসি বসু রোড উড়ালপুলে দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির মৃত্যু হল। বুধবার ওই দুর্ঘটনার পর থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের নামে রঞ্জিৎ রায় (৪২)।

বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা রঞ্জিৎ বুধবার বিকেলে তাঁর এক পড়শির পারলৌকিক কাজ সেরে একটি ম্যাটাডোরে করে নিজের বাড়িতে ফিরছিলেন। ওই কাজে যোগ দেওয়ার জন্য বর্ধমান থেকে এসেছিলেন মৃতার জনা চল্লিশেক আত্মীয়। তাঁরাও বুধবার দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরে ছিলেন। উড়ালপুলে দুর্ঘটনায় তাঁদের মধ্যে মোট ২৯ জন আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন সাত জন। এখনও বেশ কয়েক জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন মহিলা। বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা গুলাবি মাহালির পারলৌকিক কাজে যোগ দিতে বর্ধমান থেকে কলকাতায় এসেছিলেন তাঁর আত্মীয়েরা। ঘাটকাজ সেরে একটি ম্যাটাডোরে করে আসার পথে তা দুর্ঘটনায় পড়ে।

আরও পড়ুন: শনিবার কলকাতায় শুভেন্দু, নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে মোদীর আক্রমণ মমতাকে, পাল্টা আক্রমণে তৃণমূল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বুধবার বিকেলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে থেকে পার্ক সার্কাসের দিকে নামার মুখে দুর্ঘটনার মুখে পড়ে ওই ম্যাটাডোরটি। ঘটনার সময় উড়ালপুলের উপর দিয়ে প্রচণ্ড গতিতে আসার সময় আচমকাই ব্রেক কষেন ম্যাটাডোরের চালক। সে সময় গাড়িটি প্রায় বিপরীত দিকে দিকে ঘুরে যায়। তার পর উল্টে গিয়ে ঢালের মুখে গিয়ে পড়ে। দুর্ঘটনায় অনেকেই ছিটকে পড়েন অনেক যাত্রী। এই ঘটনায় গুরুতর আহত হন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AJC Bose Road Flyover Accident Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE