খেলার মাঠে তরুণ ফুটবলারদের চোট-আঘাত নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। বুধবার প্রতিষ্ঠানের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পে অর্থ জোগান দেবে একটি কেন্দ্রীয় সংস্থা। ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
প্রতিষ্ঠানের অর্থোপেডিক্স বিভাগে প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ইন্সিডেন্স অ্যান্ড স্পেকট্রাম অফ স্পোর্টস ইনজুরি ইন অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ ফুটবল প্লেয়ারস: এ টু-ইয়ার প্রস্পেক্টিভ কোহর্ট স্টাডি’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে।
নিয়োগ হবে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে স্পষ্ট ভাবে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত করা হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৩০,৬০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বা সমতুল বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। এর পরে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।