উদ্ভিদবিদ্যা নিয়ে যাঁদের পড়াশোনা, তাঁদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীরা অনলাইন অথবা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘নেক্সটজেনরাইস: জেনোম এডিটেড ট্রান্সজিন ফ্রি ভ্যালু অ্যাডেড ইন্ডিকা রাইস’। প্রকল্পটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। অস্থায়ী এই পদে আবেদন জানাতে প্রার্থীদের জন্য কোনও বয়ঃসীমা অথবা নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, তাঁর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৩১,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আরও পড়ুন:
আবেদনকারীদের জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট/ গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ জুন আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।