কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং নিয়ে পড়াশোনার প্রতি স্নাতকেরা যেমন আগ্রহী, তেমনই আবার ইনফরমেশন টেকনোলজি সংস্থায় কর্মরত ব্যক্তিরাও ওই বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ খোঁজেন। এমন চাহিদা মেটাতে আইআইআইটি, ধারওয়াদ-এর তরফে অনলাইনে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করানো হবে। ওই ডিগ্রি কোর্সের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শাখায় পঠনপাঠনের সুযোগ থাকছে।
কী কী বিষয় শেখানো হবে?
কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং, সাইবার সুরক্ষা এবং ক্লাউড কম্পিউটিং— এই তিনটি বিষয়ে এমটেক করার সুযোগ পাবেন আগ্রহীরা। এ ছাড়াও অ্যাডভান্স্ড প্রোগ্রামিং, ডেটা সিস্টেমস, সফট্অয়্যার ডিজ়াইন, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, অ্যাপ্লায়েড ম্যাথ্মেটিক্স, সিস্টেমস আর্কিটেকচার অ্যান্ড স্ক্যালেবিলিটি সংক্রান্ত বিষয়গুলিতে দক্ষতা অর্জনের সুযোগ থাকছে স্নাতকোত্তর স্তরের পঠনপাঠনে।
আরও পড়ুন:
কারা পড়তে পারবেন?
সফট্অয়্যার ইঞ্জিনিয়ার, টেকনোলজি এক্সপার্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড প্র্যাকটিশনারসরা ওই বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। তবে, তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক।
মোট দু’বছরের মধ্যে স্নাতকোত্তর স্তরের পঠনপাঠন সম্পূর্ণ হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানানোর সুযোগ পাবেন। এর জন্য তাঁদের আইআইআইটি, ধারওয়াদ-এর ওয়েবসাইট থেকে আবেদনের শর্ত জেনে নিতে হবে।