সমাজের বিভিন্ন স্তরে ছোট থেকে বড়— সব ধরনের ঘটনার নেপথ্যে থাকে অপরাধের কারসাজি। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আইন এবং বিচারব্যবস্থার কর্মপদ্ধতি জানা প্রয়োজন। এ ছাড়াও বর্তমানে সাইবার সংক্রান্ত অপরাধের বাড়বাড়ন্তের কারণে আলাদা করে সাইবার আইন নিয়েও পড়াশোনার চাহিদা বেড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের তরফে সাইবার আইন, ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। আইন স্নাতকোত্তর স্তরের প্রবেশিকায় উত্তীর্ণেরা ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। তবে, তাঁদের তিন বছরের এলএলবি কোর্সও পাশ করতে হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও আইনে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) এবং ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি কোর্সেও ভর্তি নেবে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি। উল্লিখিত কোর্সে দ্বাদশ উত্তীর্ণেরা ভর্তি হতে পারবেন। তবে এ জন্য তাঁদের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) উত্তীর্ণ হতে হবে।
সাইবার আইন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন-এর ক্লাস গান্ধীনগর এবং ভুবনেশ্বরের ক্যাম্পাস এবং ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন-এর ক্লাস গান্ধীনগর এবং দিল্লির ক্যাম্পাসে নেওয়া হবে। বিএসসি এলএলবি-র ক্লাস গান্ধীনগর এবং বিবিএ এলএলবি-র ক্লাস দিল্লির ক্যাম্পাসে হতে চলেছে।
উল্লিখিত বিষয়ে ক্ল্যাট স্কোর-এর ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। অনলাইনে ভর্তি হওয়ার আবেদন জমা দিতে পারবেন। ভর্তি হওয়ার সময় কোন ক্যাম্পাসে কত আসন রয়েছে, তা দেখে নেওয়ার সুযোগ রয়েছে। আবেদনের জন্য পোর্টাল ১০ জুন পর্যন্ত চালু থাকবে।