দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত পড়ুয়া একাদশে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মেয়াদ বৃদ্ধি করল উচ্চ শিক্ষা দফতর। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে। মূলত ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এ সমস্যা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘বেশ কিছুদিন ধরে ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এ সমস্যা হচ্ছিল। এর ফলে অনেকেই এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। তাই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।’’
৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা বরাদ্দ করা হয়েছিল। সেই মেয়াদ বৃদ্ধি করা হল ১২ জুলাই পর্যন্ত। তবে, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ‘বাংলার শিক্ষা পোর্টাল’। তাই ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত যে সমস্ত পড়ুয়ার নাম আগে থেকে পোর্টাল দ্বারা কাউন্সিলের কাছে দেওয়া হয়েছে, তাঁদেরই শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব পড়ুয়ার জন্য খুলে যাবে পোর্টাল। ওই সময়ের মধ্যে বাংলার শিক্ষা পোর্টাল মারফত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এ প্রসঙ্গে দ্য পার্ক ইনস্টিটিউশনের সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘আবেদনের মেয়াদ বৃদ্ধি হওয়ার ফলে স্কুলগুলিরও অনেক সুবিধা হয়েছে। বহু পড়ুয়া এখনও রেজিস্টেশন করে উঠতে পারেনি তাদের সুবিধা হবে।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর থেকে একাদশ শ্রেণির পঠনপাঠন হয় সেমেস্টার পদ্ধতি মেনে। সম্প্রতি শিক্ষা সংসদ একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা নিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ করতে হবে। গত বছর পরীক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে। কিন্তু চলতি বছর স্কুলে স্কুলে বই দেরিতে পৌঁছনো-সহ আরও সমস্যা থাকার কারণে স্কুলের উপরেই পরীক্ষার সময় স্থির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।