অবশেষে স্থায়ী উপাচার্য পেল কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রস্তাবিত ছ’টি নামের সিলমোহর দিলেন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে নিজের এক্স হ্যান্ডলে রাজ্যপাল ছ’জন উপাচার্যের নামপ্রকাশ করেন।
গত সোমবারই এই ছ’জনের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল। তার পরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসাবে নাম ঘোষণা করা হয় আশুতোষ ঘোষের। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য চিরঞ্জীব ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য উদয় বন্দ্যোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিস ভট্টাচার্য, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের জন্য চন্দ্রদীপা ঘোষ, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য আবু তালেব খানের নামও ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন:
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “রাজ্যপাল ট্যুইট করেছেন। বিকাশ ভবন থেকে নিয়োগপত্র হাতে পেলেই নতুন দায়িত্বে যোগ দেব।”
গত ৬ অক্টোবর রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও শিক্ষা দফতরের তরফে দাবি করা হয়, ছ’টি নয়, মোট আটটি বিশ্ববিদ্যালয়ের নামের পাশে সিলমোহর দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফে। এর মধ্যে ছিল উত্তরবঙ্গ ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সূত্রের দাবি, শুনানিতে এ বিষয়ে কোনও কথা না-উঠলেও শুনানি শেষে ওই দুই বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের আইনজীবী, অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি।
বাকি বিশ্ববিদ্যালয়ের জটিলতা ও দ্বিমত মেটাতে ১৫ অক্টোবর রাজ্য সরকার এবং আচার্যের আইনজীবীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার কথা ছিল শীর্ষ আদালতের। কিন্তু সেই আলোচনাও ওই দিন স্থগিত হয়ে গিয়েছে। আগামী ১০ নভেম্বর সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে।