উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কাদামাটির স্রোতে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। জলের তোড়ে অন্য সব কিছুর সঙ্গে ভেসে গিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নথিও। এ দিকে হাতে সময় বলতে মাত্র কয়েক মাস। আগামী ফেব্রুয়ারিতেই চূড়ান্ত পরীক্ষা। নথিপত্র হারিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। এরই মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করেছে, উত্তরবঙ্গের পড়ুয়াদের নথির প্রতিলিপি দেওয়া হবে বিনামূল্যে।
শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে উত্তরবঙ্গে বন্যার কারণে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট যদি জলে ভেসে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তা হলে ওই সমস্ত নথির প্রতিলিপি বিনামূল্যে দেওয়া হবে তাদের, যত শীঘ্র সম্ভব।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “দুর্যোগের ফলে পড়ুয়ারা বিপদে পড়েছেন। তাই তাঁদের অসুবিধার কথা ভেবে হারিয়ে যাওয়ার নথির ক্ষেত্রে প্রতিলিপি বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” তবে এই নথির প্রতিলিপি পেতে গেলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে আবেদন করতে হবে পড়ুয়াকে। স্কুলের তরফে যোগাযোগ করতে হবে সংসদের সঙ্গে।
তবে শুধু নথিই নয়। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগে বহু পড়ুয়ার বইপত্রও নষ্ট হয়ে গিয়েছে। তারা যাতে দ্রুত সরকারি বই হাতে পায়, সে জন্যও পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি বলেন, “দুর্যোগের কারণে সমস্যায় পড়েছে যে সব পড়ুয়ারা, তাদের সংশ্লিষ্ট স্কুলে যোগাযোগ করতে হবে। স্কুল ও জেলা পরিদর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কত পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তা-ও রিপোর্ট আকারে জানাতে বলা হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেও পড়ুয়াদের কাছে প্রয়োজনীয় বই পৌঁছে যাবে।”
কিন্তু শুধু উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক পরীক্ষাও রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানান, শিক্ষা দফতর যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ করবেন তাঁরা।