নামী বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণাধর্মী কাজ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একটি বিভাগে গবেষক প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে ইউনিলিভার। প্রকল্পে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। যা প্রকল্পের প্রয়োজনে বাড়ানো হতে পারে।
রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিযুক্তকে মাসে ৫৮,০০০ টাকা এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তকে মাসে ৪২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
-
পিছিয়ে ভারত! সুস্থায়িত্বের বিচারে বিশ্ব তালিকার প্রথম ২০০-য় নেই এ দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান
-
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে পড়ার সুযোগ, শূন্য আসনে শুরু ভর্তি প্রক্রিয়া
-
দু’টি ভিন্ন পদে কর্মী প্রয়োজন কল্যাণীর এমস-এ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে
-
সাধারণ না কি ফলিত মনোবিদ্যা! কোন বিষয়ে স্নাতকোত্তর করলে পেশাগত সুযোগ মিলবে কেমন?
রিসার্চ অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের ফার্মাসিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া ছাড়াও গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগামী ২৭ নভেম্বর দুপুর আড়াইটে থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের বাকি শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।