মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র তরফে স্নাতকোত্তরের কোর্সে যোগ করা হয়েছে নতুন আসন। তাই চলতি বছরের নিট পিজি কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের সূচি আবার পরিবর্তন করল এমসিসি।
সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) দ্বারা স্বীকৃত বেশ কিছু ডিমড্ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ২৩৯টি আসন যোগ করা হয়েছে। তার ভিত্তিতেই নিট পিজি-র প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের সূচি পরিবর্তন করা হয়েছে।
শুধু এআইকিউ-র (অল ইন্ডিয়া কোটা) জন্য নয়, স্টেট কোটার জন্যও এই সূচি পরিবর্তন করা হয়েছে। নয়া সূচি অনুযায়ী, এআইকিউ কোটার প্রথম রাউন্ডের জন্য পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বাছাই (চয়েস ফিলিং) করতে পারবেন ২০ থেকে ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। পড়ুয়াদের জন্য আসন বরাদ্দ করা হবে ২১ নভেম্বর দুপুর ২টোর পর। প্রথম রাউন্ডের বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ২২ নভেম্বর। এর পর নির্ধারিত কলেজে পড়ুয়াদের সমস্ত নথি-সহ উপস্থিত হতে হবে ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে।
আরও পড়ুন:
একই ভাবে রাজ্য স্তরের পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রথম রাউন্ডের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হবে বৃহস্পতিবার। পড়ুয়ারা ‘চয়েস ফিলিং এবং লকিং’ অর্থাৎ পছন্দের কোর্স ও কলেজ বাছাই করা হবে আগামী ২৪ নভেম্বরের মধ্যে। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ২৭ নভেম্বর। নির্ধারিত কলেজে পড়ুয়াদের নথি নিয়ে উপস্থিত হতে হবে ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে।
রাজ্যে নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। সমগ্র প্রক্রিয়া শেষ হবে ২৪ ডিসেম্বরের মধ্যে। এর পর তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং চলবে ২৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করা হবে ১৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে।
চলতি বছরে নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হয়।