তথাকথিত বিষয়ের বাইরে গিয়ে উচ্চ মাধ্যমিকের পর ভিশুয়াল আর্টসের বিষয় নিয়ে পড়ার আগ্রহ দেখা যায় বহু পড়ুয়ার মধ্যেই। কিন্তু স্কাল্পচার-সহ ভিশুয়াল আর্টসের বিষয়গুলি নিয়ে রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে এমনটাও নয়। কিছু বিশ্ববিদ্যালয়েই মেলে এই বিষয়গুলি নিয়ে পড়ার সুযোগ। তার মধ্যে একটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য কলা বিভাগের স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে দেখা যাবে সেটি। ‘ফ্যাকাল্টি অফ ভিশুয়াল আর্টস’ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এটি চার বছরের স্নাতক কোর্স।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পেন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, গ্রাফিক্স-প্রিন্টমেকিং এবং অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রির সুযোগ রয়েছে। ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতক স্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী।
আরও পড়ুন:
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ জুলাই পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।