পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ করা হবে। এমনটা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রপলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ় বিভাগে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। প্রকল্পটি সমাজের বয়স্কদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নবীনদের ভূমিকা নিয়ে। নাম— ‘সোশ্যাল সিকিউরিটি ফর এলডার্লি থ্রু ইয়ুথ ভলানটারি অ্যাকশন: বিল্ডিং আ সেফটি নেট ফর হেলথ নিউট্রিশন অ্যান্ড কোয়ালিটি লিভিং ফর ওল্ডার অ্যাডাল্টস থ্রু কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড ইয়ুথ স্টিউয়ার্ডশিপ’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ একটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ প্রথমে তিন মাস হলেও এর পর তা আর ছ’মাস বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়ঃসীমা ধার্য করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ফেলোশিপ বাবদ ৩৭,০০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন অ্যানথ্রপলজি, সোশিয়লজি, সোশ্যাল ওয়ার্ক, অর্থনীতি-র মতো যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ মে। এর পর এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।