Advertisement
১১ মে ২০২৪
Visva Bharati

Bengal Pollls: বিদেশে রেস্তঁরায় বিজেপি প্রার্থীর সঙ্গে উপাচার্য, ছবি ঘিরে তরজা চরমে বোলপুরে

শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান বিশ্বভারতীকে নিয়ে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত বেশ কিছু দিন ধরেই।

এই ছবি ঘিরেই বিতর্ক।

এই ছবি ঘিরেই বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ২১:২০
Share: Save:

বিজেপি নেতার সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র অভিযোগে ফের সমালোচনার মুখে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নীলবাড়ির লড়াইয়ে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিদেশে তোলা তাঁর একটি ছবি সম্প্রতি সামনে এসেছে। তার জেরে ফের বিশ্বভারতী রাজনৈতিক তরজার কেন্দ্রে। বিজেপি নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে উপাচার্য আসলে বিশ্বভারতীর গৈরিকীকরণে উদ্যত হয়েছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান বিশ্বভারতীকে নিয়ে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত বেশ কিছু দিন ধরেই। বিধানসভা নির্বাচনেও বোলপুরের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়। কাকে ভোট দিলে ফের বসন্ত উৎসব চালু হবে, খুলে যাবে পৌষমেলা প্রাঙ্গন, তা নিয়েই চলছে প্রচার। তার মধ্যেই অনির্বাণের সঙ্গে তোলা উপাচার্যের একটি ছবি সামনে এসেছে। তা নিয়েই ফের সরব হয়েছে জোড়াফুল শিবির।
বিশ্বভারতীকে কেন্দ্র করে যে পর্যটন শিল্প গড়ে উঠেছে বোলপুরে, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তার সঙ্গে জড়িত মানুষদের নিয়ে মঙ্গলবার এক সভা করেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে বিজেপি-র সঙ্গে উপাচার্যের দহরম-মহরম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অনুব্রত বলেন, ‘‘বোলপুরে বিজেপি প্রার্থী জিতলে উপাচার্যের হাত শক্ত হবে। বিশ্বভারতীতে যা ইচ্ছে তাই করে যাবেন তিনি।’’

একই অভিযোগ বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের। তাঁর বক্তব্য, ‘‘অনির্বাণ উপাচার্যের বন্ধু। বিশ্বভারতীতে ওঁর নিযুক্তির পিছনেও তাঁর হাত ছিল। অনির্বাণ জিতলে বসন্ত উৎসব, পৌষমেলা, সব কিছুই বন্ধ হয়ে যাবে।’’

অনির্বাণ বলেন, ‘‘ছবিটি পুরনো। আমার সঙ্গে বিদেশে দেখা করতে চেয়েছিলেন উপাচার্য। তখন তোলা। তা ছাড়া স্বপন দত্ত উপাচার্য থাকাকালীন বিশ্বভারতীর এগ্‌জিকিউটিভ কমিটির সদস্য ছিলাম আমি। উনিও আমার বন্ধু। বিদ্যুৎবাবুও আমার বন্ধু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE