রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ-সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে কর্মী প্রয়োজন। প্রার্থীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার কেমিক্যাল সায়েন্সেস বিভাগের প্রকল্পে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আগ্রহ থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের মেন-গ্রুপ কেমিস্ট্রি অ্যান্ড ক্যাটালিসিস, এয়ার-সেন্সিটিভ ম্যানিপুলেশন নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। প্রার্থীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়াও বাড়ি ভাড়া বাবদ ভাতাও বরাদ্দ করা হয়েছে। চলতি বছরের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত উল্লিখিত কাজে বহাল রাখা হবে। কাজ করতে আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন।
তাঁদের আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি এবং শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার আনুষঙ্গিক নথি পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীরা অনলাইনে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ২০ জুলাই। আগ্রহীরা এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে দেখে নিতে পারেন।