কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের জন্য নানা পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। সম্প্রতি এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
কেন্দ্রীয় মন্ত্রকের জন্য নিয়োগ হবে কনটেন্ট রাইটার, গ্রাফিক ডিজ়াইনার এবং ভিডিয়ো এডিটর পদে। শূন্যপদের তিনটি। সমস্ত পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কনটেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজ়াইনার পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক মাসে ৬৫,০০০ টাকা। অন্য দিকে, ভিডিয়ো এডিটর পদে নিযুক্তকে মাসে ৭০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?
-
৮৪ জন কর্মীর খোঁজ করছে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি, কোন কোন পদে আবেদন করা যাবে?
কনটেন্ট রাইটার পদে আবেদনের জন্য প্রার্থীদের সাংবাদিকতা, গণজ্ঞাপনে, ইংরেজি বা পাবলিক রিলেশন্স-এ স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, দুই থেকে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিতরা ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ২৯৫ টাকা। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয়ে গবেষণা করা যাবে?
-
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ২৮ জন কর্মী প্রয়োজন, কোন পদে আবেদন?
-
কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মীর খোঁজ, মাসিক বেতন ২ লক্ষ টাকার বেশি
-
কেন্দ্রীয় সংস্থা সেবি-তে ১১০ জন কর্মী প্রয়োজন, প্রকাশিত বিজ্ঞপ্তি, কোন পদে কত বেতন?