ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। এই মর্মে সম্প্রতি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য প্রশিক্ষণ পাবেন নিযুক্তরা। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। নিযুক্তদের সংস্থার মোট ১৫টি বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স-সহ অন্যান্য বিভাগ।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে এক বছর ধরে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১৭,৫০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য এ ক্ষেত্রেও ছাড় থাকবে।
সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধা এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত স্থানে আগামী ৪ এবং ৭ জুলাই লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।