এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম) ব্যাঙ্কে কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কে একটি পদে কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে অফিসার-ডিজিটাল টেকনোলজি ফিনাকেল কোর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৬। নিযুক্তদের সংস্থায় তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
অফিসার-ডিজিটাল টেকনোলজি ফিনাকেল কোর পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের ন্যূনতম পারিশ্রমিক হবে বার্ষিক ১৪.৬৮ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের কম্পিউটার সায়েন্স/আইটিতে এমসিএ বা এমটেকএ ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১০০ এবং ৬০০ টাকা। আগামী ১৬ জুলাই আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগামী অগস্ট মাসে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।